সরকার কোনও বিদেশি চ্যানেল বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে এক বৈঠকের পর বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘সরকার কোনও বিদেশি চ্যানেল বন্ধ করেনি। দেশে ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রচারে প্রচলিত আইন প্রয়োগ করছে মাত্র।’
‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯(১৩) উপধারা অনুযায়ী বিদেশি চ্যানেলে কোনও ধরনের বিজ্ঞাপন দেখানো যায়না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশগুলো এমনকি ইউরোপের সকল দেশেই একই নিয়ম। আইনটি এতদিন মানা হচ্ছিল না। ফলে এদেশের টিভি চ্যানেলগুলো বছরে প্রায় ৫শত কোটি টাকারও বেশি মূল্যের বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে।’
ড. হাছান বলেন, ‘বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত বা ক্লিন-ফিড হিসেবে চাইতে হবে অথবা ফিল্টার করে সম্প্রচার করতে হবে। এদেশের টেলিভিশন, টিভি সাংবাদিক, অনুষ্ঠান নির্মাতা, শিল্পী কলাকুশলী সকলের স্বার্থে এ আইন মানা প্রয়োজন। এ বিষয়ে সকলে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, কয়েকবার এ বিষয়ে সর্তকবার্তা প্রচারের পর পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যবস্থার অংশ হিসেবে পহেলা এপ্রিল বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করে তথ্য মন্ত্রণালয়।