The news is by your side.

সরকারি কর্মকর্তারা নির্বাচনী প্রচারে নামলে প্রার্থীতা বাতিল : ইসি রাশেদা

0 123

সরকারি সুবিধা ভোগ করে এমন কেউ নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করলে যে প্রার্থীর প্রচার করবে, তার প্রার্থীতা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শনিবার লালমনিরহাট সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চায় সহিংসতামুক্ত সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে প্রার্থীকে।

লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সাথে উপজেলা নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন রাশেদা সুলতানা। পরে তিনি সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এ সময় সকল উপজেলার প্রার্থীরা অংশ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন।

 

Leave A Reply

Your email address will not be published.