The news is by your side.

সরকারি অনুদানের  ‘মুখোশ’ ছবিতে পরীমনি!

0 613

 

 

‘মুখোশ’ নামে সরকারি অনুদানের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন নায়িকা পরীমনি। পরিচালক ইফতেখার শুভ। পরীমনি বলেন, ‘ছবিটি অনুদান পাওয়ার পর

থেকেই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করছিলেন। কাজটি নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের আলাপ–আলোচনা চলছিল। বৃহস্পতিবার রাতে বনানীতে আমার বাসায় বসেই পরিচালকের সঙ্গে কাজটিতে চুক্তিবদ্ধ হই।’

ছবিতে সোহানা চরিত্রে অভিনয় করবেন পরীমনি। চরিত্রটি তাঁর ভালো লেগেছে। পরীমনি বলেন, ‘আমি যেকোনো ছবিতে কাজের আগে প্রথমে সিনেমার গল্প দেখি, এরপর দেখি আমার চরিত্র। এই ছবিতে দুটোই আমার পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, চরিত্রটিতে কাজ করার বেশ সুযোগ আছে।’

ছবিটির গল্প রহস্য ঘরানার। পরীমনিকে ছবিতে নেওয়া প্রসঙ্গে নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘অনুদানের জন্য চিত্রনাট্য জমা দেওয়ার সময় পরীমনির নামটি অভিনয়শিল্পীর তালিকায় রেখেছিলাম। কারণ, গল্পের নায়িকা চরিত্রের সঙ্গে পরীমনিকে মানিয়ে যায়। সোহানা চরিত্রের জন্য সব দিক দিয়েই উপযুক্ত পরীমনি। “স্বপ্নজাল” ছবিতে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। সেই জায়গা থেকেই সোহানা চরিত্রে পরীমনির প্রতি আস্থা তৈরি হয়েছে।’

২০১৯-২০ সেশনে ‘লেখক’ নামে ছবিটি অনুদান পায়। নাম পরিবর্তন করে ‘মুখোশ’ নামে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। নাম পরিবর্তনে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে পরিচালক জানান, সমস্যা হবে না। কারণ, ছবির নাম পরিবর্তন করার নিয়ম আছে। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেই নাম পরিবর্তন হয়ে যাবে।

ছবির নায়িকা চূড়ান্ত হলেও নায়ক এখনো ঠিক হয়নি। পরিচালক জানান, নায়কসহ ছবির বাকি শিল্পী নির্বাচনের কাজ চলছে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে গাজীপুর ও ঢাকায় ‘মুখোশ’ ছবির শুটিং শুরু হবে।

ব্যাচেলর ডটকম প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ করা হবে। ছবির কাহিনি ও চিত্রনাট্যও ইফতেখার শুভর।

 

 

Leave A Reply

Your email address will not be published.