স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে অপ্রীতিকর কোনো কিছু ঘটার তথ্য নেই। সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না। পুলিশ তার নিয়মিত কাজ করছে।
গণপরিবহন বন্ধের বিষয়ে তিনি বলেন, সমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। সেটা বাস মালিকদের কিছু দাবি মানার প্রক্রিয়া হিসেবে করেছে। এখন এই সময়ে কেন করেছে সেটা আমাদের জানার বিষয় না। যে কেউ যেকোনো সময় তাদের দাবি-দাওয়া জানাতে পারে। সবকিছুতো সরকারের সাথে পরামর্শ করে করা হয় না।