The news is by your side.

সম্পর্ক উন্নয়নে ফ্রান্স সফরে সৌদি যুবরাজ

0 100

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের অসংখ্য ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ মোহাম্মদ বিন সালমান।

প্যারিসের এলিসি প্রাসাদে শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেবেন যুবরাজ সালমান।

সফরটি দীর্ঘতর হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের জুলাইয়ে সালমানের প্যারিস সফরের তুলনায় এবারের আলোচনা আরও বহুমুখী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্যুরো অব এক্সপোজিশন মিটিং এবং গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে যুবরাজ সালমানের।

সফরে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইরানের পারমাণবিক চুক্তি নিয়েও খোলামেলা আলোচনা হবে দুই নেতার। সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাক করেছে সৌদি আরব।

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের এই স্বাভাবিককরণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই প্রবল অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে লেবানন। গত বছরের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্টের পদটি  খালি রয়েছে।

লেবানবনের নির্বাচনে সৌদি আরব বা ফ্রান্স সরকারের হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা নেই। তার চেয়ে দেশটির স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা রিয়াদ-প্যারিসের অন্যতম লক্ষ্য।

 

Leave A Reply

Your email address will not be published.