ইন্ডিগো ব্লু অফ শোল্ডার ড্রেস, কানে লম্বা দুল। কাজের ব্যস্ততার মাঝে কয়েকটা দিন ছুটি পেতেই থাইল্যান্ডে উড়ে গেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়।
ইনস্টাগ্রামে থাইল্যান্ডে ভ্রমণের বেশকিছু ছবি পোস্ট করে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘সমুদ্রের কাছে দেখা হোক আমাদের। তুমি আমি আর রোদ্দুর আর বালি।’
স্বস্তিকার ক্য়াপশান পড়ে মনে হচ্ছে তিনি তিনি হয়ত কারোর কথা ভীষণভাবে মনে পড়ছে তাঁর। ‘হইচই’ সম্প্রতি মুক্তি পাওয়া ‘চরিত্রহীন ৩’। যেখানে রাবেয়ার চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়।
সম্প্রতি Zee5 এ মুক্তি পেয়েছে স্বস্তিতা মুখোপাধ্যায় অভিনীত ব্ল্যাক উইডো ওয়েব সিরিজ। যেখানে স্বস্তিকা ছাড়াও দেখা গিয়েছে অভিনেত্রী মোনা সিং, শমিতা শেঠি, রাইমা সেন, আমির আলি, পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।