The news is by your side.

সমাবেশের জন্য সোহরাওয়ার্দী-নয়াপল্টন ‘পাচ্ছে না’ বিএনপি: ডিএমপি

0 116

 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে দলটিকে রাজধানীর গোলাপবাগ মাঠে মহাসমাবেশ আয়োজনের পরামর্শ দিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৬ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।

ব্রিফিংয়ে রাজনৈতিক কর্মসূচিতে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না বলেও উল্লেখ করেন খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার জানান, পুলিশের পক্ষ থেকে মহাসমাবেশের স্থান হিসেবে গোলাপবাগ মাঠের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া যাচ্ছে না।

খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। তাই আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।

তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সময় সংবাদকে বলেন, আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। ডিএমপি থেকে এখনও কিছু কনফার্ম করেনি। তাই সমাবেশের স্থানও চূড়ান্ত হয়নি।

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে ঢাকায় বিএনপির এই মহাসমাবেশের ঘোষণা আসে গত ২২ জুলাই। সেদিন দলের তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ থেকে বিএনপি মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.