The news is by your side.

সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

0 124

 

রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ায় ঢাকার মিরপুরে ও মতিঝিলে শত শত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল মিছিল করেছে জামায়াতে ইসলামী।

পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা দুপুর ১টা ৫০ মিনিটে মিরপুর-১ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এটি টেকনিক্যাল মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতারা।

বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর) জামায়াত। সংগঠনের সেক্রেটারি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ রেজাউল করিম মিছিলের নেতৃত্ব দেন।এসব বিক্ষোভ মিছিলে দলের নেতাকর্মীদের মুক্তির দাবিসহ সরকার বিরোধী স্লোগান দেয়া হয়।

একই সময়ে মতিঝিল থেকে আরেকটি বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি কমলাপুরে গিয়ে শেষ হয়।

মতিঝিলের মিছিলে নেতৃত্ব দেয়া দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীসহ সারাদেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই সরকারকে সরে যেতে বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে।

মিছিলে দলের আটক শীর্ষ নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.