The news is by your side.

সব কাজেই পারদর্শী সানি লিওন, শাঁখ বাজাতে পারছেন না!

0 142

 

শাঁখ বাজানোটাই দুর্বিসহ কাজ হয়ে উঠল। এছাড়া প্রায় সব কাজেই পারদর্শী বলিউডে অভিনেত্রী সানি লিওন ।

মজাদার ভিডিও পোস্ট করে সানি তাঁর এই ব্যর্থতার কথা নেটিজেনদের জানান।

ভিডিওয় দেখা গিয়েছে, সমুদ্রপাড়ের একটি রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে বিশাল এক শাঁখ ফুঁ দিয়ে চেষ্টা করছেন অভিনেত্রী।

তবে কিছুতেই বাজিয়ে উঠতে পারছেন না। শাঁখে ফুঁ দিতেই অদ্ভুত শব্দ শুনে হেসে কুপকাত্‍ আশেপাশের লোক।

নিজেও হাসি থামাতে পারছেন না সানি। পরক্ষণেই বলে উঠছেন, ‘হাসছ কেন তোমরা? এত হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও। ঠিক পারব।’

বেশ কয়েকবার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী। সানির স্ববিকারোক্তি, ‘নাহ্, আমার দ্বারা হল না। শিখতে হবে ব্যাপারটা।’সানি যে সমুদ্রপাড়ে দাঁড়িয়ে রয়েছেন তা ভিডিওতেই স্পষ্ট।

তাঁর এই শাঁখ বাজানোর মুহূর্ত ভাগ করে নিলেন সবার সঙ্গে। আবার নিজের ব্যর্থতার কথা প্রকাশ করলেন অনুরাগীদের কাছেও।

ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে সানি শিক্ষক হিসেবে কাউকে পাওয়ার জন্য প্রস্তাব রেখেছেন, ‘যেমনটা ভেবেছিলাম হল না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি এক দিন না এক দিন ঠিক পারব।’

 

Leave A Reply

Your email address will not be published.