শবনম ফারিয়া। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিনিয়ত ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়েন তিনি।
ফেসবুকে সবশেষ পোস্টে সবুজ শাড়িতে দেখা মেলে ফারিয়ার। হালকা সাজে তার সৌন্দর্যে চোখ আটকে গেছে নেটিজেনদের।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মোটেও এত শুকাই নাই আমি। জয়িতার ফটোগ্রাফি, ক্যামেরা আর এডিটের ক্রেডিট।’
ফারিয়ার সেই ছবিতে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন,
মডেল ও উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা লেখেন, ‘ওরে সুন্দর।’এ ছাড়াও নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘আহা! কি স্নিগ্ধ লাগছে আপনাকে।’
আরেকজন লিখেছেন, ‘কি যে অদ্ভুত সুন্দর লাগছে তোমাকে, মাশাআল্লাহ।’