The news is by your side.

সবাইকে খুশি করে চলা আমার কাজ নয়:  বিরাট কোহলি

0 110

বিশ্বসেরা ক্রিকেটারদের তালিকা করা হলে সবার ওপরের সারিতে থাকবে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম। তাঁকে প্রায় কথা শুনতে হয় আচরণজনিত ইস্যুতে। মাঠে তাঁর আগ্রাসী মনোভাব নিয়ে আলোচনা কম হয়নি। এবার কোহলি নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন কোহলি। পুমার আয়োজিত সেই অনুষ্ঠানে কোহলির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও।

অনুষ্ঠানে কোহলির ব্যবহার ইস্যুতে নিয়ে প্রশ্ন করা হলো তিনি বলেছেন, ‘আমাকে ডাকার জন্য আপনাদের ধন্যবাদ। যখন অধিনায়ক ছিলাম, দল জিতলেও আমার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠত। দল হয়তো হেরেছে অথচ আমি ভাল ব্যাট করেছি, তখন প্রশ্ন উঠত অধিনায়কত্ব নিয়ে। আবার একই দিনে দুটোই ভালোভাবে করলে প্রশ্ন উঠত ব্যবহার নিয়ে। তখন থেকে বুঝতে শুরু করি, সবাইকে খুশি করে চলা আমার কাজ নয়।’

কোহলি যোগ করেন, ‘আমি যে খুব রেগে যাই, তা কিন্তু নয়। কিন্তু আবেগকে মনের মধ্যে বন্দি করে রাখতে চাই না। বরাবরই মস্তিষ্ককে পেছনে রেখে মনের কথা শুনেছি। এখনও সেই নিয়মেই চলতে পছন্দ করি। সবাই আসলে আমার ব্যবহার নিয়েই প্রশ্ন তুলেছেন। কিন্তু আমি যে ভাল কথাও বলতে পারি, সেটা কারও নজরে পড়েনি।’

মন্তব্য করে নিজেই হেসে ফেলেন সাবেক অধিনায়ক। এরপর উচ্ছ্বসিত হয়ে আরও কিছুক্ষণ নানা প্রশ্নের উত্তর দিয়ে যান ভারতীয় তারকা। কথা বলেন নিজের পড়াশুনা নিয়েও।

পড়াশুনা নিয়ে কোহলি বলেছেন, ‘পড়াশোনা করাটা খুবই জরুরি। আমি নিজেও পড়াশোনায় ভাল ছিলাম। অংক ছাড়া সব পারতাম। এখনও অংক পারি না। জানি না আমার মেয়ে কিছু জানতে চাইলে কী বলব।’

Leave A Reply

Your email address will not be published.