The news is by your side.

সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপদ রাখবে তুরস্ক: এরদোয়ান

0 134

তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

শনিবার মধ্য কোনিয়া প্রদেশে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপদ করতে আঙ্কারা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘এই অভিযানগুলোর মাধ্যমে ধাপে ধাপে সীমান্তের ওপার থেকে শুরু করে দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড নিরাপদ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

এদিন কোনিয়ায় নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রাদেশিক উপদেষ্টা পরিষদের সভায় দেওয়া ভাষণে ইউরোপের জ্বালানি সংকট নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো যখন চিন্তা করছে শীতে তারা কীভাবে জ্বালানি সংকটের মোকাবিলা করবে, আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা স্বস্তিতে আছি।’

ইউক্রেন থেকে শস্য সরবরাহের জন্য আঙ্কারার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, গম সংগ্রহ করে ময়দা বানিয়ে সেটি গরিব দেশগুলোতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা।

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অগ্রগতির কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ২০২৩ সালের শেষের দিকে দেশের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজিলেলমার ব্যাপক উৎপাদন শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.