The news is by your side.

সন্তানের বাবা কে, প্রশ্নের মুখে ইলিয়ানা!

0 112

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়। মা হতে চলেছেন। তবে সন্তানের বাবা কে? এই নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে।

এক দিন আগেই সমাজমাধ্যমের পাতায় নিজের স্ফীতোদরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ইলিয়ানা। সাদা-কালো ভিডিয়োয় তিনি, আর তাঁর কাছেই রয়েছে তাঁর পোষ্য। ইলিয়ানার হাতে কফির কাপ। ভিডিয়োয় লেখা, ‘লাইফ লেটলি’, আবহে ‘আ বিউটিফুল মর্নিং’ গান। নিজের জীবনের এই সময় যে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী, তা স্পষ্ট এই ভিডিয়ো থেকেই। তবে অস্বস্তিও যে কম রয়েছে, এমনটা নয়।

গর্ভবস্থার এই সময় নানা ধরনের ধাপ পেরোতে হয় হবু মাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে অভিনেত্রী জানান, রাতে ঘুমোতে পারছেন না। বিছানার উপর শুয়ে ঘুমোনোর চেষ্টা করছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখলেন, ”যখনই ঘুমের চেষ্টা করছি, তখনই পেটের ভিতর ডান্স পার্টি শুরু হয়ে যাচ্ছে।”

বছর কয়েক আগে পর্যন্তও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ়। তাঁকে একাধিক বার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন ইলিয়ানা।

২০১৯ সালে সম্পর্কে চিড় ধরে ইলিয়ানা ও অ্যান্ড্রুর। তার পর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন ইলিয়ানা। সম্প্রতি ক্যাটরিনা কইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তাঁর।

 

Leave A Reply

Your email address will not be published.