“সনাতন ধর্ম”র ভাবমূর্তিতে আঘাত হেনেছেন অভিনেত্রী তাপসী পান্নু, মামলা
‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে’
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হলো বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নামে।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম জনবহুল এবং বৃহত্তম শহর ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন তাপসীর নামে। একলব্য নিজের অভিযোগে জানিয়েছেন, ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ছবি দেন, যেখানে বড় গলার পোশাক পরেছিলেন তাপসী। আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। সূত্র হিন্দুস্তান টাইমস।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, যেখানে তিনি একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে…’।
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় ওই বিশেষ লকেট দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখে নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এমন অশ্লীল ছবিতে কেন, এ কেমন নোংরামি।’ আরেকজন লিখেছেন, ‘আবারও বলিউডের নোংরামি’। এবার সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে মামলা হলো তাপসী পান্নুর বিরুদ্ধে।
সোমবার হিন্দু রক্ষক সংগঠনের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলা করা হয়েছে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ের বক্তব্য, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
স্থানীয় থানা কর্মকর্তা এস এইচ ও ত্রীপুর পিএস ভারতীয় গণমাধ্যম এএনআইকে জানিয়েছেন, ‘আমরা অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে করা একলব্য গৌড়ের অভিযোগ পেয়েছি।
যেখানে বলা হয়েছে, ফ্যাশন সপ্তাহে দেবীর লকেট পরে ধর্মীয় অনুভূতি এবং “সনাতন ধর্ম”-এর ভাবমূর্তিতে আঘাত হেনেছেন তাপসী।’ মামলার পর তাপসী পান্নুর পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরেও তাঁর ছবি এবং ভিডিও দেখা গেছে ইনস্টাগ্রামে।
তাপসীর ঝুলিতে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। তবে রাতারাতি সফলতা পাননি এই বলিউড নায়িকা। একের পর এক ব্যতিক্রম ছবি দিয়ে নিজেকে প্রমাণ করে তারকাখ্যাতি পেয়েছেন তিনি।
সব সময় ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরেন এ বলিউড অভিনেত্রী। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতে বিচিত্র সব ভূমিকায় তাঁকে দেখা গেছে। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি।