বিয়ের আগে ফোটোশুট, যা নিয়ে অতিরিক্ত মাত্রায় ভাবনাচিন্তা করে নতুন প্রজন্মের একাংশ। নতুন জামা কেনা থেকে লোকশন বাছাই নিয়ে চলে আগাম পরিকল্পনা। সম্প্রতি করলের এক নব দম্পতি তাদের প্রি-ওয়েডিং এর ছবি শেয়ার করেছেন। যা দেখে থ নেটপাড়া।
ফোটো শুট।নেই কোনও পোশাক। শুধু সাদা চাদরে একে ওপরকে মুড়ে রেখেছে।
এরকম ভাবে কেন ফোটোশুট করা হল? প্রশ্ন করলে তারা জানায়, “আমার শরীরে এমন কোনও অংশ দেখা যাচ্ছে না যাতে বোঝায় আমি নগ্ন। এর চেয়েও বেশি খারাপ পোশাকে লোকজন ফটোশুট করে। তবে ছবিগুলি ফেসবুকে পোস্ট করার সময় থেকে আমি ভয়াবহ মন্তব্যের ঝড়ের কবলে পড়েছি”।