The news is by your side.

সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার!

0 104

 

২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। দেড় দশকের সংসার জীবনে একাধিকবার বিচ্ছেদ গুঞ্জনে শিরোনামে এসেছেন এই তারকা দম্পতি।  যা আরও স্পষ্ট হয়েছে ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিন কেন্দ্র করে।

বিশেষ এই দিনটি যেন অনেকটাই সাদামাঠাভাবে পালন করেছেন ঐশ্বরিয়া। এমনকি জন্মদিনে ঐশ্বরিয়ার পাশে ছিলেন না স্বামী অভিষেক বচ্চনও! সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেকের শুভেচ্ছাবার্তা খুঁজছিলেন অনুরাগীরা। তবে হতাশ হতে হয়েছে তাদের। কারণে সেখানে একটি ছবি পোস্ট করে স্রেফ ‘শুভ জন্মদিন’ বলে দায় সেরেছেন অভিষেক।

অন্যদিকে ক’দিন আগে বিগ বি’র জন্মদিনে ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তার মেয়ে নব্যা নন্দাকে ছবি থেকে কেটে বাদই দিয়েছিলেন ঐশ্বরিয়া। দু-পক্ষের এমন আচরণে বিচ্ছেদ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। তবে কী সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার?—এমন জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলিপাড়া থেকে নেটদুনিয়ায়।

Leave A Reply

Your email address will not be published.