The news is by your side.

সংসদ থেকে পদত্যাগের মাশুল দিতে হবে ওবায়দুল কাদের

0 124

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাতজন এমপি গেলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে- এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে। এ ভুলের জন্য অনুতাপও তাদেরই করতে হবে।

গতকাল শনিবার সাভারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের ‘ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে এ জনসভার আয়োজন করে সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে! তারেক রহমান ফিরে আসবেন বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর চলে গেলে। তারেক ফিরে আসবেন কোন বছর?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।

রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই ঢাকার উপকণ্ঠ সাভারের এই জনসভার মধ্য দিয়ে আরেকটি বিশাল শোডাউন করেছে আওয়ামী লীগ। ঢাকা-আরিচা মহাসড়কের পাশের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সাভার, ধামরাই, আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দেন। দুপুর ২টায় জনসভা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন। এ সময় বিএনপি-জামায়াতবিরোধী স্লোগানসহ বাদ্যবাজনার তালে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন তাঁরা। দুপুর নাগাদ নেতাকর্মীর ভিড় জনসভার মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় ছড়িয়ে পড়ে।

বিভিন্ন সভা-সমাবেশসহ বিএনপির সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে টাকার উৎসের দিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলদের টাকা কোথা থেকে আসে? কোন শিল্পপতি, কোন ব্যবসায়ী টাকা দিয়ে তাঁদের পিকনিক করাচ্ছেন, সে খবরও আমাদের কাছে আছে। সময়মতো সবকিছুর হিসাব নেওয়া হবে।

দেশের মানুষকে আহ্বান জানাব, বিএনপির এসব কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন।

Leave A Reply

Your email address will not be published.