The news is by your side.

সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই, সবাই কর্মচারিঃ পরিকল্পনামন্ত্রী

0 139

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই। আমরা সবাই কর্মচারি। একটু খুশি হওয়ার জন্য কর্মকর্তা বলি। দেশের জনগণ সবকিছু, আমাদের কর্তা। তাদেরকে সম্মান করতে হবে, সেবা করতে হবে। তাই সরকারি কর্মচারিরা অযথা জনগণের সম্পদ নষ্ট করতে পারবেন না। তাদের প্রধান কাজই জনগণের সেবা করা।’

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা গ্রামীণ মানুষের শ্রেষ্ঠ বন্ধু। তিনি গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তাই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’মন্ত্রী আরও বলেন, ‘কাজের মাধ্যমেই এদেশকে সুন্দরভাবে সাজাতেই চাই। বীর সৈনিকরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তাদেরকে স্মরণে রাখতে হবে। জাতির পিতার আদর্শকে লালন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

 

 

 

Leave A Reply

Your email address will not be published.