The news is by your side.

সংজ্ঞাহীন অবস্থায়নিউ হাসপাতালে ভর্তি পপ কুইন ম্যাডোনা, জীবাণু সংক্রমণ

0 130

 

অসুস্থ পপ তারকা ম্যাডোনা। জীবাণু সংক্রমণে ভুগছেন তিনি। শনিবার হঠাৎ করেই সংজ্ঞা হারান পপ কুইন। পাওয়া যাওয়ার পরেই তড়িঘড়ি তাঁকে করা হয় অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাঁকে আইসিইউতেও স্থানান্তর করাতে হয়।

ম্যাডোনার ম্যানেজার গাই ওজ়ারি সমাজমাধ্যমের পাতায় জানিয়েছেন পপ তারকার স্বাস্থ্যের এই খবর। তিনি আরও জানান, অসুস্থতার জন্য নিজের অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হয়েছেন পপ তারকা।

সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে ম্যা়ডোনার ম্যানেজার জানান, গত ২৪ জুন শনিবার পপ তারকার গুরুতর এক জীবাণু সংক্রমণ হয়। নিউ ইয়র্কের হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলার পর আপাতত স্থিতিশীল আছেন গায়িকা। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে ষাটোর্ধ্ব পপ তারকার। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের তরফে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাসও দিয়েছেন গাই ওজ়ারি।

জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা। একাধিক ছবিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার। আপাতত হাসপাতালই ঠিকানা তাঁর। চিকিৎসকরা ছাড়াও পপ তারকার দেখাশোনা করার জন্য তাঁর সঙ্গে রয়েছেন তাঁর ম্যানেজার ও তাঁর মেয়ে লর্ডস লিওন।

 

Leave A Reply

Your email address will not be published.