৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বাংলাদেশ জাতী দলের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব। তাঁর সঙ্গে লিটন দাস ও আফিফ হোসেনের নাম রয়েছে এলপিএলে।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা দুবাইভিত্তিক প্রতিষ্ঠান আইপিজির পক্ষ থেকে কলম্বোর কিছু সংবাদ মাধ্যম এমনই খবর দিয়েছে।
এলপিএলের আগামী আসরে পাঁচটি দল অংশ নেবে। দলগুলো হলো- কলম্বো স্টার্স, ক্যান্ডি ফ্যালকন, গল গ্ল্যাডিয়েটরস, ডাম্বুলা আওরা ও জাফনা কিংস।
প্রতি দল ছয়জন করে বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। ৪ জুন আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
এলপিএলের আগে আফগানিস্তানের বিপক্ষে জুন-জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ শেষ হবে জুলাইয়ে। সাকিবদের তাই লঙ্কান লিগে খেলতে বাধা থাকার কথা নয়।