The news is by your side.

শ্রীলংকার তারকা ব্যাটিং তাণ্ডবে চট্টগ্রামের চ্যালেঞ্জিং স্কোর

0 138

 

শ্রীলংকার তারকা ক্রিকেটার আভিস্কা ফার্নান্দোর ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের ১১তম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে আভিস্কা ফার্নান্দোর ব্যাটিং তাণ্ডেবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে চট্টগ্রাম।

দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেন লংকান এই তারকা। তিনি ৫০ বলে ৫টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কার্টিস ক্যাম্পার। ২৯ বলে ৩১ রান করেন শাহাদাত হোসেন।

Leave A Reply

Your email address will not be published.