মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।
শ্রীমঙ্গল থানার ওসি হুমায়ূন কবীর বলেন, “ ঘর লেপার মাটি আনার জন্য বেলা ১২টার দিকে একদল চা শ্রমিক ওই বাগানের উড়িষ্যা টিলায় যান। তারা মাটি তোলার জন্য পাহাড়ের খোড়লে প্রবেশ করেন। এ সময় ধস নামলে চারজন চাপা পড়েন।
“পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।