The news is by your side.

শ্রাব‌ন্তীকে আপত্তিকর মেসেজ, কুপ্রস্তাব: গ্রেপ্তার যুবক

0 148

 

চিত্রনা‌য়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব‌্যক্তিগত ফোন নাম্বারে আপ‌ত্তিকর বার্তা ও কুপ্রস্তাব প্রেরণের অভিযোগে মাহাবুবর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্প‌তিবার খুলনার মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট তার এক‌দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। যদিও তাকে জিজ্ঞাসাবাদের জন‌্য ৫ ‌দিনের রিম‌ান্ড আবেদন করে পু‌লিশ। গ্রেফতারকৃত যুবক খুলনা মহানগরীর বা‌সিন্দা।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডি‌জিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসা‌মিকে আদালতে সোপর্দ করা হয়।

তিনি জানান, অভিনেত্রী শ্রাবন্তী ভারতীয় হাই ক‌মিশনের মাধ‌্যমে এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে বিচার‌ চেয়ে‌ছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পু‌লিশ হেড‌কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপ‌লিটন পু‌লিশের সোনাডাঙ্গা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ভারতের অভিনেত্রী শ্রাবন্তীর ব‌্যক্তিগত মুঠোফোন নম্বর যোগাড় করে ওই নম্বরে বি‌ভিন্ন সময় কল করতো অভিযুক্ত মো. মাহাবুবর রহমান।

না‌য়িকা শ্রাবন্তী অপ‌রি‌চিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপ‌ত্তিকর ও কুপ্রস্তাব লিখে মেসেজ দিতো মাহাবুব। একপর্যা‌য়ে বিষয়‌টির প্রতিকার চেয়ে না‌য়িকা শ্রাবন্তী ভারতীয় হাই ক‌মিশনের মাধ‌্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার‌ চেয়ে আবেদন করেন।

মামলা‌টির বা‌দী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খা‌লিদ উদ্দিন। মামলা‌টি তদন্ত করছেন একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাধে শ‌্যাম সরকার। ভারতীয় চিত্র না‌য়িকা শ্রাবন্তীকে আপ‌ত্তিকর মেসেজ প্রদানে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.