The news is by your side.

শ্বেতা তিওয়ারির সৌন্দর্যের সামনে বয়স কেবল সংখ্যা মাত্র

0 198

 

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির গ্ল্যামারাসের সামনে বয়স কেবল সংখ্যা মাত্র। দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও হট পারফরম্যান্সের জন্য এর জন্য প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন শ্বেতা।

শ্বেতা তিওয়ারি ৪ অক্টোবর ১৯৮০ সালে প্রতাপগড়, উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। ‘কসৌটি জিন্দেগি কি’ টিভি শো দিয়ে শোবিজে যাত্রা শুরু তার। এরপর অভিনয়ের জোরে টেলিভিশন থেকে বলিউডে নিজের একটা আলাদা নাম তৈরি করেছেন।

শোনা যাচ্ছে, শ্বেতা আগে পারিশ্রমিক পেতেন মাত্র ৫০০ রুপি। এখন তিনি টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন।

টিভির পাশাপাশি তিনি ভোজপুরীতেও কাজ করেছেন এবং ইন্ডাস্ট্রিতে বেশ নাম কুড়িয়েছেন। ভোজপুরি ছবিতে কাজ করার সময় তিনি পরিচালক রাজা চৌধুরীর ঘনিষ্ঠ হন। দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং পরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়।

শ্বেতা এখনও অনেকের হৃদয় হরণ করেন, বাস করেন লাখো তরুণের হৃদয়ে। ৪২ লাখ মানুষ ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন। তথ্য অনুযায়ী, শ্বেতা তিওয়ারি মোট ৮১ কোটি রুপি সম্পদের মালিক।

 

Leave A Reply

Your email address will not be published.