The news is by your side.

শোয়েব মালিক -সানিয়া মির্জা সম্পর্কে নতুন মোড় !

0 148

মুখ খুললেন শোয়েব মালিক -সানিয়া মির্জা খেলোয়াড় দম্পতি! হাসি মাখা ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের বারো বছর এই জুটি নাকি বিবাহবিচ্ছেদের পথে ! সে গুজবে শিলমোহর দেননি তাঁদের কেউই। কানাঘুষোর মধ্যেই সানিয়া এবং শোয়েব ‘দ্য মির্জা মালিক শো’ নামে একটি নতুন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে চলেছেন। যা মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

শোয়েব তার ইনস্টাগ্রাম পেজে সানিয়ার সঙ্গে তাঁর আসন্ন অনুষ্ঠানের একটি টিজার শেয়ার করেছিলেন আগেই। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘দ্য মির্জা মালিক শো’। নতুন এই পোস্ট দেখে এখন দ্বিধায় অনুরাগীরা। কেউ কেউ আবার বলছেন, প্রচারে আসার চেষ্টা করছেন নাকি খেলোয়াড় দম্পতি।

কয়েক দিন আগেই, শোয়েব তাঁদের বিবাহবিচ্ছেদের গুজবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বা আমার স্ত্রী কেউই এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এটাকে ব্যাক্তিগত থাকতে দিন।”

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব এর ঘনিষ্ট বন্ধু অবশ্য বিচ্ছেদের গুজবকে সত্যি আখ্যা দিয়েছিলেন। তবে বেশি কিছু বলতে চাননি তিনি।

সানিয়া মির্জা এবং শোয়েব মালিক  ২০১০ সালে হায়দ্রাবাদের তাজ কৃষ্ণ হোটেলে গাঁটছড়া বাঁধেন।

পাকিস্তানের বিবাহ রীতি অনুসরণ করে তাঁদের ওয়ালিমা অনুষ্ঠানটি পাকিস্তানের শিয়ালকোটে অনুষ্ঠিত হয়েছিল। পরে তাঁরা সংসার পাততে দুবাইতে চলে যান। বিয়ের আট বছর পরে দম্পতি, সোশ্যাল মিডিয়াতে তাঁদের প্রথম সন্তান হওয়ার সুখবর দেন। গর্বিত শোয়েব–সানিয়া ছেলের নাম রাখেন ইজহান মির্জা মালিক। তার কিছুদিন পর থেকেই বিচ্ছেদের জল ঘোলা হতে থাকে।

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.