The news is by your side.

শেহজাদকেও আমেরিকায় নিয়ে যাব: শাকিব

0 248

 

শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে আজ  ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে তাকে দেখা যায়। দীর্ঘ ১ মাস ৫ দিন পর ঢাকায় ফিরে সাংবাদিকের সঙ্গে কথোকপনের মাধ্যমে এক পর্যায় তার দুই ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এই অভিনেতা।

শাকিব খান বলেন, গত মাসে আমার বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য সবসময় আমার ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে।

তিনি বলেন, প্রিয়তমা এমন একটি সিনেমা হয়েছে যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীময় আমেরিকা, কানাডা, লন্ডন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রিয়তমার যে জোয়ার বইছে, যে ভালোবাসা দেখাচ্ছে সেটি বাংলা সিনেমা আছে।

আমরা নতুন একটা অবস্থানের দিকে যাচ্ছি। একটা সময় বলিউডের সিনেমা এক সপ্তাহে একশ’কোটির ক্লাবে গেছে, এখন কিন্তু একদিনেও একশ’ কোটির ক্লাবে যায়। আর প্রিয়তমা এমন একটি সিনেমা হয়েছে যা সার্বিকভাবে বিশ্বজুড়ে ভালো ব্যবসা করেছে, করছে।

গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। শিগগির প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার নাম ‘দরদ’।

Leave A Reply

Your email address will not be published.