The news is by your side.

শেষ মুহূর্তে সফর বাতিল করলেন ইরানের প্রেসিডেন্ট

0 101

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার তুরস্ক সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার তার আঙ্কারা সফরের কথা ছিল। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।

তুরস্কের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে দুটি সন্ত্রাসী হামলার পর তার সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট রাইসি। ওই হামলায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।

খবরে বলা হয়েছে, ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের রাজনৈতিক ডেপুটি মোহাম্মদ জামশিদি বলেছেন, কেরমানে সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট তার তুরস্ক সফর বাতিল করেছেন। তবে পরবর্তীতে একটি উপযুক্ত সময়ে এই সফরটি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নতুন বছরে দীর্ঘ বিলম্বিত এই সফরের কারণে এরদোগান প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাইসিকে পেতেন। তাছাড়া লোহিত সাগরকে কেন্দ্র করে যখন পশ্চিম ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে, তখন এই সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল।

 

 

Leave A Reply

Your email address will not be published.