সামান্থা নিজের কথার বরখেলাপ করেন না– এমন ধারণা ছিল চলচ্চিত্র জগতের অনেকের। ঘড়ি ধরে শুটিংয়ে যাওয়া থেকে শুরু করে প্রতিশ্রুতি অনুযায়ী ঠিকঠাকভাবে কাজ করে যান। এবার সেই সামান্থা প্রতিজ্ঞা ভাঙলেন।
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রতিজ্ঞা করেছিলেন, আর কোনো অনুষ্ঠানে ‘পুষ্পা’ ছবির ‘উ অস্তভা’ গানের সঙ্গে নাচবেন না। সে কথা সবাইকে জানিয়েও দিয়েছিলেন। এখানেই শেষ নয়, ‘পুষ্পা’ ছবির সিক্যুয়াল ‘পুষ্পা: দ্য রুল’-এর আইটেম গানে নাচার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। এত কিছুর পরও শেষ রক্ষা হলো না সামান্থার। বিদেশ-বিভুঁইয়ে দিয়ে শেষমেশ ভাঙতে হলো প্রতিজ্ঞা। আবারও নাচতে হলো ‘উ অস্তভা’ গানের তালে।
সম্প্রতি ‘সিটাডেল’ ওয়েব সিরিজের ভারতীয় সংস্করণের শুটিংয়ের জন্য সার্বিয়ায় গিয়েছেন সামান্থা। শুটিংয়ের ফাঁকে বেলগ্রেডের একটি নাইট ক্লাবে সদলবলে পার্টি করতে গিয়েছিলেন ইউনিটের সবাই। মজার বিষয়, বিদেশের ক্লাব হলেও সামান্থার জন্য সেখানে বাজানো হয় তার অভিনীত জনপ্রিয় গান ‘উ অস্তভা’। সেই সঙ্গে অনুরোধ জানানো হয়, গানের সঙ্গে নাচার জন্য। সবার অনুরোধে সামান্থা শেষমেশ নিজ প্রতিজ্ঞায় অটল থাকতে পারেননি।