The news is by your side.

শেষবারের জন্য সান্তোসে ফিরছেন ফুটবল সম্রাট পেলে

0 143

 

ঘরের ছেলে ঘরে ফিরছে। ফেরাটা যে সুখের হলো না কোনভাবেই। এবারের ফেরাতে যে মিশে রইলো চিরবিদায়ের বেদনা। যেই সান্তোস থেকে ফুটবলের হাতেখড়ি, যেই সান্তোসকে এনে দিয়েছেন বিশ্বজোড়া খ্যাতি, আজ শেষবারের জন্য সেই সান্তোসে ফিরছেন ফুটবল সম্রাট পেলে।

সান্তোসের ভিলা বেলরিমোতে আজ যখন পেলে ফিরবেন তখন তার পায়ের ফুটবল জাদুতে মুগ্ধ হবেন না কোনো ভক্ত, বেলরিমোর সবুজ ঘাসে আজ আর বল পায়ে ছুটবেন না ফুটবলের রাজা। আজ তার নিথর দেহটা পড়ে থাকবে মাঝ সার্কেলের ওপর একটি কফিনের ভেতর।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

পেলে হাসপাতালের বিছানায় শুয়ে নিজের শেষ ইচ্ছের কথা বলে গেছেন। জীবনের দীর্ঘ একটি সময় যে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন, স্মৃতির চাদরে মোড়ানো সান্তোস ক্লাবের মাঠে যেতে চান। নিজের চাওয়া অনুযায়ী সান্তোস ফুটবল ক্লাব প্রাঙ্গনেই আয়োজন করা হয়েছে এই কিংবদন্তির শেষকৃত্যের।

আজ সোমবার স্থানীয় সময় ভোরবেলায় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানে শেষবারের জন্য ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন ‘কালোমানিক’।

ভিলা বেলমিরোতে সকাল দশটা থেকে পেলেকে শ্রদ্ধা জানাতে শুরু করবেন সাধারণ মানুষ।  মাঠের ২ ও ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন তারা। পেলেকে শেষ শ্রদ্ধা জানিয়ে ৭ ও ৮ নম্বর গেট দিয়ে মাঠ ত্যাগ করতে পারবেন তারা।

নিজের প্রাণের ক্লাবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত শেষবারের জন্য অবস্থান করবেন পেলে। কাল সকাল দশটার পর শুরু হবে ফুত্যবল সম্রাটের শেষ যাত্রা।

সমাহিত করার আগে সান্তোসের রাস্তায় পেলেকে নিয়ে ‘প্যারেড’ হবে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে বাড়িতে। তার মা ডোনা সেলেস্তের কাছে। শতবর্ষী পেলের মা এখনও বেঁচে আছেন। তবে শয্যাশয়ী। ছেলেকে শেষবার দেখবেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.