The news is by your side.

শুভমনের বিশ্বরেকর্ড! ওয়ানডেতে কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি

0 139

কদিন আগে বাংলাদেশ সফরে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইশান কিশান। ভারতের আরেক ব্যাটার শুভমান গিল এবার হাঁকালেন ডাবল সেঞ্চুরি ।সেই সঙ্গে তিনি গড়েছেন এক বিরাট নজির। এক দিনের ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করেছেন শুভমন। তিনি ভেঙেছেন আরও দুই ভারতীয়ের নজির।

বুধবার (১৮ জানুয়ারি) টসে জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে একাই ১৪৯ বলে ২০৮ রান করেন শুভমন গিল।

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামেন গিল। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন গিল। দলীয় ৬০ রানে রোহিত শর্মা আউট হলেও ব্যাট হাতে তান্ডব চালাতে থাকেন গিল। এক পাশে উইকেট হারালেও অন্যপ্রান্তে ব্যাট হাতে একের পর এক চার-ছক্কা হাঁকাতে থাকেন গিল।

১৪৯ বলে ২০৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলে থেমেছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর এই ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ১৯টি চার। গিলের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউইদের সামনে ৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত।

ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন শুভমন গিল। এর আগে ভারতের হয়ে শচিন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ , রোহিতে শর্মা ও ইশান কিষান পেয়েছিলেন ডাবল সেঞ্চুরির দেখা। রোহিত শর্মা একাই করেছেন ৩টি ডাবল সেঞ্চুরি।

Leave A Reply

Your email address will not be published.