The news is by your side.

শুভমনের গলা জড়িয়ে সারা তেন্ডুলকর, সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা!

0 121

 

প্রেম করছেন সারা তেন্ডুলকর ও ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিল। সচিন তেন্ডুলকরের মেয়ে সারা। পেশা তাঁর মডেলিং। ভবিষ্যতে বড় পর্দায় মুখ দেখানোর ইচ্ছে রয়েছে তাঁর। তবু ফিল্মি পার্টির বদলে সারার আনাগোনা বেড়েছে খেলার মাঠে। তাঁর নামের পাশে ইতিমধ্যেই জুড়েছে ‘ভাবী’ শব্দবন্ধ।

সারা-শুভমনের একান্তে কাটানো মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। শুভমনের গলা জড়িয়ে রয়েছেন সারা। দু’জনের মুখে হাসি। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা!

অনেকে ভেবেই ফেলেছেন সম্পর্কে কথা স্বীকার করে নিলেন দু’জনে। আসলে ছবি কাটছাঁট করে বানানো। ছবিটি ছিল সারা ও তাঁর ভাই অর্জুন তেন্ডুলকরের। সেখানেই কারসাজি করে বসিয়ে দেওয়া হয় শুভমনের মুখ। গোটাটাই ‘ফটোশপ’ শফ্টওয়্যারের কারসাজি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সারার উপস্থিতি, শুভমন আউট হতেই সারার মুখের হতাশা, কিংবা অম্বানীদের অনুষ্ঠানে দু’জনের উপস্থিতি— সব মিলিয়ে তাঁদের প্রেমের জল্পনা দিন দিন জোরালো হচ্ছে।

ভারতীয় ক্রিকেটতারকা শুভমনের সঙ্গে প্রেম চর্চা যত বেড়েছে, সমাজমাধ্যমে তাঁর অনুরাগী সংখ্যা তত বেড়েছে। রীতিমতো ‘সেনসেশন’ হয়ে উঠেছেন সচিন-কন্যা সারা। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ৪৯ লক্ষের গণ্ডি পার করেছে। সমাজমাধ্যমের পাতায় তিনি কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করলে নিমেষে ভালবাসা ও লাইকের বন্যা বয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.