The news is by your side.

শুধু ‘বেশরম’ গান নয়, আপত্তিকর ছবির বহু দৃশ্য: ভারতীয় সেন্সর বোর্ড

0 131

 

ভারতীয় কট্টরপন্থী হিন্দুদের প্রতিবাদের মুখে ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানে আপত্তি জানিয়েছে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। তাই মুক্তির আগে সেন্সর বোর্ডের কাঁচির নিচে আসছে ‘পাঠান’।

ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির কথায়, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।

জোশি বলেন, “সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে সেই গানটিও (বেশরম রঙ) রয়েছে। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।”

এই ঘটনায় শিল্পের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন অনেকে। তবে প্রসূন জোশির মন্তব্য, ‘সিবিএফসি সবসময়ই সৃষ্টিশীল কাজ ও দর্শকের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, সদস্যদের মধ্যে একটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যায়। আমাদের সংস্কৃতি ও বিশ্বাস গৌরবময়, জটিল এবং সংক্ষিপ্ত। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে, কোনো তুচ্ছ বিষয় দ্বারা এটি যেন সংজ্ঞায়িত না হয় এবং সত্য থেকে মনোযোগ সরিয়ে নেয়।’

নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি। তার আগেই প্রকাশ্যে এসেছে এর গান। ‘বেশরম রঙ’ শিরোনামের গানে কিং খান-দীপিকার রসায়ন জমে ক্ষীর। প্রশংসিত হচ্ছে গানটি। তবে ভারতীয় দর্শকের একাংশ ছবিটি বয়কটের ডাক দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.