The news is by your side.

শুধু অ্যাকশন মার মার কাট কাট নয়, রুচির পরিবর্তন করতে হবে: পূজা চেরি

0 129

ইস্যু-  রুচি। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। সেই দলে নাম লেখালেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা। নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী।

ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন‘ সিনেমা। গতানুগতিক গল্পের বাইরে অনেককিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে। সংবাদমাধ্যমকে পূজা জানান, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে।

ঈদে যে ধরনের ছবি দেখে দর্শক অভ্যস্ত ‘জ্বীন‘ কি সে ধরনের সিনেমা জানতে চাইলে পূজা বলেন, ‘এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না। এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।‘

‘জ্বীন‘ ছবিতে পূজা সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

 

Leave A Reply

Your email address will not be published.