৭২ বছর বয়সী নায়কের ৩৩ বছর বয়সী নায়িকা! শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও ভারতের দক্ষিণী সিনেমায় এটা স্বাভাবিক ঘটনা। তামিল-তেলুগু সিনেমার অভিনেতারা বার্ধক্যে চলে গেলেও ‘নায়ক’ চরিত্র ছাড়তে রাজি নন। যেমন সুপারস্টার রজনীকান্ত। ৭২ বছর বয়সে এসেও এখনও নায়কের ভূমিকায় কাজ করছেন দিব্যি।
এই তারকার নতুন ছবি ‘জেইলার’। এতে নায়িকা হয়েছেন তামান্না ভাটিয়া। ‘বাহুবলী’ খ্যাত এ অভিনেত্রীর বয়স ৩৩ বছর। তবে বয়সের ব্যবধান ঘুচিয়ে ছবির কাজ সেরে ফেলেছেন ঠিকঠাক।
শুটিং শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া। জানালেন, তাকে একটি বিশেষ উপহার দিয়েছেন রজনীকান্ত। তামান্নার ভাষ্য, “তার (রজনীকান্ত) সঙ্গে কাজ করা স্বপ্নি সত্যি হওয়ার মতো। ‘জেইলার’র সেটে কাটানো সময়গুলো আমি সারাজীবন লালন করবো। তিনি আমাকে একটি বই উপহার দিয়েছেন। যেটা স্পিরিচুয়াল জার্নির ওপর লেখা। এমনকি তিনি বইটিতে অটোগ্রাফও দিয়েছেন।”
প্রায় ২০০ কোটি রুপি বাজেটে ‘জেইলার’ নির্মাণ করছেন নেলসন। যিনি গত বছর থালাপতি বিজয়ের ‘বিস্ট’ ছবিটি বানিয়েছেন। তামিল ভাষার এই ছবিতে রজনীকান্ত ও তামান্না ভাটিয়ার সঙ্গে আরও আছেন শিব রাজকুমার, রাম্য কৃষ্ণ, সুনীল, জ্যাকি শ্রফ প্রমুখ। আগামী ১০ আগস্ট এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে তামান্নার ঝুলিভর্তি কাজ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার প্রথম অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’র টিজার। যৌনতা ও ভালোবাসার গল্পে নির্মিত এই সিরিজে আরও আছেন আম্রুতা সুভাষ, অঙ্গদ বেদী, কাজল, কুমুদ মিশ্র, নীনা গুপ্তা, ম্রুনাল ঠাকুর, বিজয় ভার্মা প্রমুখ। আগামী ২৯ জুন এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এছাড়া আরও অন্তত এক হালি সিনেমা রয়েছে তার হাতে।