জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন ,বিয়ের খবর বিয়ের ঠিক চার বছর পর প্রকাশ্যে এনেছিলেন।
২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।
২০২০ সালের সেপ্টেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন মম ও শিহাব শাহীন দুজনে।
মম বললেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’ আজ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তাঁরা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আরও বলেন, ভানভণিতা করতে আমার ভালো লাগে না। তাই সবাই জানুক, আমাদের ডিভোর্স হয়ে গেছে।
অন্যদিকে শিহাব শাহীন বলেন, ব্যক্তিজীবন নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, কাজ করে যেতে চাই।
ফের বিয়ের গুঞ্জন প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, কিছুদিন আগে আমার নতুন কাজ ‘মায়াশালিক’ রিলিজ হয়েছে। কাজের বিষয়টি আড়াল করতেই হয়তো কেউ এসব ছড়াচ্ছে।