The news is by your side.

শিশু চলচ্চিত্র উৎসবের সেরা পাঁচ চলচ্চিত্র

0 104

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর আয়োজনে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এবার দুটি প্রতিযোগিতা বিভাগে পুরস্কার পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। শিশু নির্মাতাদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে অমিত্রাক্ষর বিশ্বাস নির্মিত ‘লালাবাই’, দ্বিতীয় পুরস্কার পেয়েছে মোহাম্মদ নিয়াজ হাসানের ‘অর্ডার’, তৃতীয় পুরস্কার ইরতিজা আলম জয়িতা ও আমিনুল ইসলাম নিলয়ের ‘ইউফোরিক প্যারানয়া’। বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছেন  যথাক্রমে মুসতাক মুজাহিদ (প্রথাসিদ্ধ), নভেরা হাসান নিক্কন (আগুয়ান সান বিহাইন্ড দ্য হরাইজন)।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুদে চলচ্চিত্র  নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান  নূর।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলায় শিশুরা এগিয়ে গেলেও সংস্কৃতি ও শিক্ষায় এগিয়ে যেতে পারছে না, এটা খুবই দুঃখজনক। শিশুদের সংস্কৃতি বিকাশের স্বার্থে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ইচ্ছে পোষণ করছি।’

আরও বক্তব্য দেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উপদেষ্টা ড. ইয়াসমিন হক, অনুষ্ঠান সম্পাদক রায়ীদ মোরশেদ, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ ও উৎসব পরিচালক  শাহরিয়ার আল মামুন।

উৎসবে বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, ৩টি চলচ্চিত্র পুরষ্কার পেয়েছে। বিশেষ চলচ্চিত্র বিভাগে ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এছাড়া তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল যার মধ্যে প্রদর্শিত হয়েছে ১৫টি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২৭০০ এর বেশি চলচ্চিত্র জমা পড়েছ, প্রদর্শিত হয়েছে ৭৫টি চলচ্চিত্র।

Leave A Reply

Your email address will not be published.