The news is by your side.

শিল্পা শেট্টি- রাজ কুন্দ্রা বিবাহিত জীবনে ইতি!

0 267

সময়টা খারাপ যাচ্ছিল শিল্পা শেট্টি- রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন তিনি। সেই ছবির প্রথম ঝলকও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নভেম্বর মাসে সেই ছবি মুক্তি পাওয়ার কথা। কিন্তু তার আগে আগেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে সাংকেতিক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার জেরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

সমাজমাধ্যমে রাজের এই বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী?  রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়তে চলছে! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখে কুলুপ এঁটেছেন শিল্পাও।

আসন্ন ছবি প্রচারের ফিকির হিসাবেই সমাজমাধ্যমে এই বার্তা দিয়েছেন রাজ। রাজের আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’। গল্পে রাজ হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। সেই সময় আর্থার রোড জেলে প্রায় দু’মাস কাটাতে হয়েছিল রাজকে। মনে করা হচ্ছে, তাঁর সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি৬৯’-এ তুলে ধরা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.