The news is by your side.

শিল্পপতি নিখিল কামাতের সম্পর্ক গভীর হচ্ছে রিয়ার !

0 136

 

সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি, এমনই দাবি করেছিল সুশান্তের পরিবার।

এই ঘটনায় হাজতবাস করতে হয় রিয়াকে। বেশ কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়েই কেটেছে রিয়ার মাঝের কটা বছর। তবে নতুন করে ফের কাজ শুরু করেছেন। টিভিতে একটি রিয়্যালিটি শোয়ে গ্যাং লিডার হয়েছেন রিয়া। যদিও এর মাঝেই কানাঘুষো শোনা যাচ্ছিল, অভিনেত্রীর জীবনে বসন্তের ছোঁয়া লেগেছে। সুশান্তের প্রয়াণের পর রিয়ার ঘনিষ্ঠতা বাড়তে থাকে সোহেল খানের প্রাক্তন শ্যালক বান্টি সাজদেহের সঙ্গে। তবে বান্টির সঙ্গে রিয়ার প্রেম টেকেনি। অভিনেত্রী নতুন করে প্রেমে পড়েছেন এক শিল্পপতির। তিনি আবার অভিনেত্রী মানুষী চিল্লারের একদা প্রেমিক।

দিল্লির শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরীর প্রেমের খবর শোনা যায় চলতি বছরের গোড়ার দিকে।

খুব শীঘ্রই একত্রবাস শুরু করবেন তাঁরা। কিন্তু সে সব হওয়ার আগেই নাকি ছাড়াছাড়ি হয়েছে তাঁদের। কারণ তৃতীয় ব্যক্তি। গুঞ্জন তাঁদের সম্পর্কে নাকি ঢুকে পড়েছেন রিয়া।

কে এই নিখিল? শিক্ষা বিষয়ক স্টার্ট আপ সংস্থা ‘জ়িরোধা’র কর্ণধার। ২০১৯ সালে ইটালির বাসিন্দা আমান্ডাকে বিয়ে করেন নিখিল। তবে সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০২১ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নিখিলের। সে বছরই মানুষীর প্রেমে পড়েন তিনি। তবে এ বার নাকি সম্পর্ক গভীর হচ্ছে রিয়ার সঙ্গে।

 

Leave A Reply

Your email address will not be published.