পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলি। আগের চার ম্যাচে ১টি সেঞ্চুরি সহ ছিল দুটি ফিফটিও। সেই ফর্ম তিনি টেনে আনলেন ফাইনালেও। তার দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে আমিরাতকে বড় লক্ষ্য দিল টাইগার যুবারা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রানে ওমিদ রেহমানের বলে বিদায় নেন তিনি। জিসানকে হারালেও শিবলি-রিজওয়ানের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।
ইনিংসের এক বল বাকি থাকতে সেঞ্চুরিয়ান শিবলি ফেরেন ব্যক্তিগত ১২৯ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ১টি ছয়ের মারে। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে যুবা টাইগারদের স্কোরবোর্ডে উঠে ২৮২ রান।