তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই ভূয়া অনলাইনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ডিআরইউ আয়োজিত অনলাইন জার্নাল রিপোর্টার্স ভয়েসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ হয়েছে।
তিনি বলেন, দায়িত্বে থাকলে সমালোচনা হবে তবে সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করা প্রয়োজন।
তথ্যমন্ত্রী আরো বলেন, সরকারের সম্মিলিত লক্ষ্য হচ্ছে দেশকে এগিয়ে নেয়া। আপসাউন্ড
ডিআরইউয়ের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। পরে সদস্যদের মাঝে লেখক সম্মাননা প্রদান করেন তথ্যমন্ত্রী।