The news is by your side.

শিক্ষার মানোন্নয়নে কোচিং ব্যবসা পরিহার করতে হবে

0 177

দেশের শিক্ষার মানোন্নয়নে সবাইকে কোচিং ব্যবসা পরিহার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলারও তাগিদ দেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, একশ্রেণির অসাধুচক্র ও কতিপয় বিপথগামী শিক্ষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোচিং সেন্টারের নামে রমরমা ব্যবসা করছে। ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের পথ দেখাতে তিনি সব শিক্ষক ও অভিভাবককে সচেষ্টা হওয়ার পরামর্শ দেন। তিনি ছেলেমেয়েদের জিপিএ৫ পাইয়ে দেওয়ার অসুস্থ প্রতিযোগিতা এবং জিপিএ৫ পেয়েও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করতে না পারারও কঠোর সমালোচনা করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা  প্রতিমন্ত্রী জাকির হোসেন,  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইউনেসকো ঢাকা অফিসের প্রতিনিধি ড. সুসান ভাইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাফিফা জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক ইসমত আরা মমতাজ এবং খিলগাঁও শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব কুমার ভৌমিক।

অনুষ্ঠানে শিক্ষক দিবসের একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া সাত কৃতী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

 

Leave A Reply

Your email address will not be published.