ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এর স্ত্রী , অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক রেবেকা সুলতানা রোমা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলনে রাজপথের সাহসী ভূমিকা রাখা রেবেকা সুলতানা রোমার ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেবেকা সুলতানা রোমা।
শাহে আলম মুরাদ এর স্ত্রী রেবেকা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি , সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কচিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
বাদ জোহর মরহুমার প্রথম নামাজের জানাজা অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার বরিশালের মেহেন্দিগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।