The news is by your side.

শাহরুখ কন্যা সুহানা মালাইকা আরোরা দ্বিতীয় সংস্করণ!  

0 130

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মালাইকা অরোরা। যত দিন যাচ্ছে, ততই যেন আরো সুন্দরী হয়ে যাচ্ছেন তিনি। বয়স যে নিছকই একটি সংখ্যা মাত্র তার তাকে দেখলেই বোঝা যায়।

অভিনয় ছাড়াও তার অন্য একটি প্রতিভা হলো তার নাচ। বলিউডের বিভিন্ন ডান্স রিয়েলিটি শো এর বিচারক হিসেবেও তাকে বহুবার দেখা যায়। এক কথায় বলা গেলে তিনি হলেন বলিউডের অন্যতম সেক্সি নায়িকা। অন্যদিকে বলিউডের সুপারস্টার হলেন শাহরুখ খান যাকে নিয়ে যতই বলা হবে ততই কম বলা হবে। তারই একমাত্র কন্যা হল সুহানা খান।

খুব শীঘ্রই তিনি বলিউডে পা রাখতে চলেছেন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্যা আর্চিজ’। এই ছবির পরিচালক হলেন জোয়া আখতার। এই ছবির হাত ধরেই সোহানার বলিউডে প্রবেশ হবে। এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে তা জানিয়েছেন পরিচালক নিজে। শুটিং শেষ হওয়ার দিন পুরো টিম মিলে কেক কেটেছে। তবে এখানেই শেষ নয়। পরিচালক জোয়া এই ছবি উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন। মঙ্গলবার সেই পার্টিতেই আসতে দেখা যায় শাহরুখ-কন্যা সুহানাকে।

সেই দিন তার পরনে ছিল একটি লাল বডি কোন ড্রেস এবং সাথে ছিল হাই হিল। তিনি গাড়ি থেকে নামতেই ক্যামেরাম্যানরা তার সামনে হাজির হয়ে যান তার ছবি তুলতে এবং ক্যামেরার সামনে তিনি হাসিমুখে পোজও দেন।

গাড়ি থেকে নেমে তিনি যখন তার গন্তব্যে পৌঁছছিলেন তখনই একটি ভিডিও তোলা হয় এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তার হাঁটাচলা অনেকেই মালাইকা অরোরার সঙ্গে তুলনা করেছেন। অনেকে কমেন্ট করে লিখেছেন, ‘মালাইকা আরোরা পার্ট ২।’ একজন আবার লিখেছেন, ‘মালাইকা আরোরা দ্বিতীয় সংস্করণ খুব শীঘ্রই আসতে চলেছে।’ যদিও এটা প্রথমবার নয় এর আগেও তাকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.