The news is by your side.

শাহরুখ অসুন্দর মহিলাদের সঙ্গেই মেশেন:  প্রীতি জ়িন্টা

0 214

 

শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন। করেন প্রীতি জ়িন্টা। সে দাবির যথাযথ জবাবও দিয়েছিলেন শাহরুখ।

একাধিক ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ ও প্রীতি। ছবি ছাড়াও দেশ-বিদেশের অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। প্রীতি জানিয়েছেন, তিনি শাহরুখকে কতটা পছন্দ করেন! সম্প্রতি শাহরুখ ও প্রীতির একটি ভিডিয়ো-সাক্ষাৎকার নেটদুনিয়ায় ছড়িয়েছে।

প্রীতি দাবি করেন, অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। প্রীতি বলেছেন, ‘‘একটি জিনিস আমায় অবাক করত। আমরা কোথাও গেলে তুমি কোনও মহিলাকে ডাকতে, কিন্ত কেন শুধু অসুন্দর মহিলাদেরই তুমি ডেকে আনতে?’’

শাহরুখ বলেন, ‘‘আমার তাঁদের সুন্দর লাগত। আমার সব মহিলাদের সুন্দর লাগে। আমি চাই, সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নম্র, সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাঁদের কণ্ঠস্বর সুন্দর, তাঁরা সুন্দর। আমার মহিলাদের খুব খুব ভাল লাগে। আর আমি এটা লুকোই না। কিন্তু আমার এই ভালবাসায় কোনও শারীরিক টান নেই। বা সম্পর্ক তৈরি করারও কোনও উদ্দেশ্য নেই। আপনারা যেমন, তেমন থাকুন। আমি আপনাদের ভালবাসি। আমি আপনাদের ভালবেসে যাব।’’

প্রীতির এই মন্তব্যে চটেছেন নেটাগরিকের একাংশ। কেউ বলছেন, ‘‘প্রীতিকে খুবই ক্ষুদ্রমনার মতো লাগছে। যাঁরা দেখা করতে আগ্রহী, শাহরুখ নিশ্চয়ই তাঁদেরই ডাকতেন। সৌন্দর্যের কথা ভেবে মনে হয় না তিনি কাউকে ডাকতেন বা ডাকেন। সেই সব মহিলারা শাহরুখকে ভালবাসেন। তাই তাঁদের ডাকতেন বা ডাকেন।’’

প্রীতি ও শাহরুখ একসঙ্গে জুটি বেঁধেছেন ‘দিল সে’, ‘বীর জ়ারা’, ‘কাল হো না হো’ এবং ‘কভি অলভিদা না কেহনা’র মতো ছবিতে।

 

Leave A Reply

Your email address will not be published.