‘বেশরম রং’ নিয়ে হইচই লেগে রয়েছে আর মধ্যেই আবার এসে পড়ল ‘পাঠান’-এর পরের গান, ‘ঝুমে যো পাঠান’। এখানেও শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের রোম্যান্স-দৃশ্য, তবে ইতিবাচক সাড়া জাগাতে ব্যর্থ কিং খান।
গানটি টুইটারে শেয়ার করেছিলেন শাহরুখ। আশানুরূপ ফল তো এলোই না উপরন্তু রীতিমতো কটাক্ষ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। শেয়ার করে আরেকজন লিখলেন, ‘যেখানে টম ক্রুজ ৬০ বছর বয়সে অসম্ভব সব স্টান্ট করছে, সেখানে শাহরুখ ৫৭ বছর বয়সে বুড়ো হাড় দেখিয়ে কচি মেয়েদের মন জয় করার চেষ্টা করছেন’।
বেশরম গানে দীপিকা বিকিনি পরায় যারপরনাই ট্রোল করা হচ্ছে তাকে এদিকে কেবলমাত্র একজন পুরুষ বলে তিনি শার্টের বোতাম খুলে নাচ করলেই মেয়েদের মন গলে যাবে? এই ধরনের প্রশ্ন রীতিমতো উঠতে শুরু করেছে। ৫৭ বছর বয়সে শাহরুখ খান নতুন রূপে ফিরে এলেও দর্শকরা যে এবার তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেটা বলাই বাহুল্য।
২৫ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেরদিন বড়পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। মাঝে ‘ব্রহ্মাস্ত্র’, ‘লাল সিং চাড্ডা’র মতো ছবিতে তাঁকে ক্যামিও করতে দেখা গেলেও প্রধান চরিত্রে চারবছর পর বড়পর্দায় আগুন ধরাবেন তিনি এমনটাই আশা করছে ভক্তরা।