The news is by your side.

শাহরুখের সঙ্গে প্রেমের অভিনয় করতে চাই:  রানি মুখার্জি

0 121

‘কুছ কুছ হোতা হ্যায়’ ‘কাভি অলবিদা না কহেনা’ ‘চলতে চলতে’ এমন অনেক সিনেমার জুটি শাহরুখ খান- রানি মুখার্জি।

শাহরুখের প্রতি প্রেম এখনও একই রকম রয়েছে বলিউড রানির। তাই তো সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের কথা ভাবছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানি।

রানির বলেন, ‘আমি চাই সিনেমার নির্মাতারা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এ রকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫।

শাহরুখকে সঙ্গে নিয়ে নাকি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন রানি।  প্রসঙ্গত, রানি মুখার্জির নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দারুণ ব্যবসা করছে।

 

Leave A Reply

Your email address will not be published.