The news is by your side.

শাহরুখের প্রশংসা করে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

0 138

পাকিস্তানের আর্টস কাউন্সিলের আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহিরা খান। অনুষ্ঠানটিতে নানা বিষয়ে কথা বলেন পাকিস্তানের এই জনপ্রিয় মডেল-অভিনেত্রী। মাহিরা পাকিস্তানের নারীদের জন্য আর্থিক স্বাধীনতার গুরুত্ব, নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে প্রশংসায় ভাসান ভারতীয় অভিনেতা শাহরুখ খানকে। এতেই মাহিরার ওপর চটেছেন অনেকে। শাহরুখকে নিয়ে মাহিরার বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

মাহিরা খান ও শাহরুখ খান অনেক দিনের পরিচিত। বলিউড সিনেমা ‘রইস’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিরা খান।

তার পর থেকে শাহরুখে মুগ্ধ তিনি। নিজেকে শাহরুখের ‘ফ্যান গার্ল’ হিসেবে ব্যাখ্যা করেন। এতেই বাধে বিপত্তি। পাকিস্তানের পিএমএলএন নেতা আফনান উল্লাহর চক্ষুশূল হন মাহিরা। টুইটে তিনি মাহিরাকে একরকম ধুয়ে দেন।

আফনান উল্লাহ খান মাহিরাকে কটাক্ষ করে বলেন, ‘টাকার জন্য ভারতীয় অভিনেতাদের তোষামোদ করেন মাহিরা।’ এখানেই শেষ নয়, মাহিরার মানসিক সমস্যা আছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহরুখ নিয়ে মাহিরার বক্তব্য প্রচার হতেই সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুসারীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তাঁর বক্তব্য নিয়ে সমালোচনা হলেও এখন পর্যন্ত মুখ খোলেননি মাহিরা।

মাহিরাসহ অনেক পাকিস্তানি শিল্পী আগে হিন্দি সিনেমায় নিয়মিত কাজ করলেও দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে সাম্প্রতিক বছরগুলোতে সে চিত্র আর দেখা যায়নি। কিছুদিন আগে নিজের ছবির প্রচারে রণবীর কাপুর মন্তব্য করেছিলেন, সুযোগ পেলে তিনিও পাকিস্তানি সিনেমা করতে চান। তাঁর ওই মন্তব্য নিয়ে তখন সমালোচনা হয়েছিল।

 

 

Leave A Reply

Your email address will not be published.