The news is by your side.

শাহরুখপুত্র আরিয়ানের  প্রথম প্রজেক্ট স্টারডমে রণবীর কাপুর

0 141

 

শিগগিরই নিজের ডেবিউ শো ‘স্টারডম’ নিয়ে হাজির হবেন শাহরুখপুত্র আরিয়ান খান। আর আরিয়ান খানের ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন রণবীর কাপুর।

শাহরুখপুত্রের এই সিরিজে ক্যামিও চরিত্রে থাকবেন ঋষি কাপুরপুত্র। কাকতালীয়ভাবে ‘দিওয়ানা’ ছবির সঙ্গে রুপালি দুনিয়ার সফর শুরু করেছিলেন শাহরুখ, সেই ছবির নায়ক ছিলেন ঋষি কাপুর। তিন দশকের ব্যবধানে শাহরুখপুত্রের প্রথম প্রজেক্টের অংশ হচ্ছেন রণবীর।

ইতোমধ্যে শুরু হয়েছে শুটিং। শুধু তাই নয়, শুটের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে সেটে হাজির ছিলেন খোদ কিং খান।

আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের কাহিনিও লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন আরিয়ান।

Leave A Reply

Your email address will not be published.