The news is by your side.

শাহরুখকে নীল টিক ফিরিয়ে দিয়েছে টুইটার

0 106

মাসিক সাবস্ক্রিপশন ফি পরিশোধ না করায় শাহরুখ খানসহ বরেণ্য ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের নীল টিক মার্ক উঠিয়ে নেয় কর্তৃপক্ষ। ভারতজুড়ে হৈ চৈ পড়ে যায়। অবশ্য কদিন পর আবারও তা ফিরিয়ে দিয়েছে টুইটার।

টুইটারে নীল টিক দৃশ্যমান রাখতে তারা টুইটারকে পরিশোধ করেছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি টুইটার কর্তৃপক্ষ। অবশ্য টুইটারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

টুইটারে নীল টিক হারানো আলোচিত ব্যক্তিদের মধ্যে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ভারতের বহু সেলিব্রিটি ও রাজনীতিবিদেরা।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিজেপি, কংগ্রেস ছাড়াও অন্যসব রাজনৈতিক দলের টুইটার অ্যাকাউন্টের নীল টিক বহাল আছে।

ভারতের বরেণ্য ব্যক্তিদের নীল টিক উঠিয়ে দেওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি জানায়নি।

টুইটারে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফলোয়ার ৪ কোটি ৩০ লাখের বেশি, অমিতাভ বচ্চনের ৪ কোটি ৮০ লাখের বেশি, সালমান খানের ফলোয়ার ৪ কোটি ৫০ লাখ।

ক্রিকেট সুপারস্টার শচীন টেন্ডুলকারের ফলোয়ার ৩ কোটি ৮০ লাখের বেশি, জনপ্রিয় রাজনীতিবিদ মমতা ব্যানার্জীর ৭০ লাখের বেশি।

অক্টোবরে ৪৪০ কোটি ডলার দিয়ে টুইটার মালিকানা স্বত্ব কিনে নেন ইলন মাস্ক। ঠিক তারপরেই ভারতে টুইটার অ্যাকাউন্ট (নীল টিক) ধরে রাখতে মাসিক ৬৫০ রুপি আর স্মার্ট ডিভাইসে ৯০০ রুপি সাবস্ক্রিপশন ফি নির্ধারণ কর টুইটার।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.