The news is by your side.

শাহবাগে বিএনপির মিছিল

0 97

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার সকালে শাহবাগ এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। এক সময় বিএনপির নেতা-কর্মীরা সড়কে বসে পড়েন।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডা. লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করার কথা রয়েছে দলটির।

Leave A Reply

Your email address will not be published.